Categories: জাতীয়

ভারত ও কুয়েত যৌথ কমিশন প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর

নয়াদিল্লি: গতকাল ভারত ও কুয়েতের মধ্যে বিদেশমন্ত্রী পর্যায়ে সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে একটি যৌথ কমিশন (Joint Commission) প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক পত্র (MoU) স্বাক্ষরিত হয়েছে। নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস. জয়শঙ্কর এবং কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতার মূল বিষয়বস্তু

চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা, এবং সংস্কৃতি ক্ষেত্রে যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠন করা হবে। এই গোষ্ঠী উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও পর্যবেক্ষণ করবে এবং সম্পর্ক আরও মজবুত করার রূপরেখা নির্ধারণ করবে।

দ্বিপাক্ষিক আলোচনার প্রসার

বৈঠকে ভারত ও কুয়েতের বহুপাক্ষিক সম্পর্ক আরও প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা হয়। এর পাশাপাশি, দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় নেতা গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

এর আগে কুয়েতের বিদেশমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর সভাপতিত্বে কুয়েতের ভূমিকার প্রশংসা করেন এবং ভারত ও জিসিসি সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে বন্ধন সুদৃঢ় করার বিষয়ে তাঁরা আলোচনা করেন।

ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা

প্রধানমন্ত্রী মোদি কুয়েতে বসবাসরত ১০ লক্ষেরও বেশি ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কুয়েত প্রশাসনের প্রশংসা করেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেন।

এই সমঝোতা স্মারক ভারত ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যৌথ কমিশনের প্রতিষ্ঠা উভয় দেশের মধ্যকার সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

admin

Share
Published by
admin

Recent Posts

ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন দোহাল

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…

9 hours ago

ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন

আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…

10 hours ago

তারা আর কোনো চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবে না

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…

10 hours ago

গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…

10 hours ago

‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি :সুকান্ত

রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…

10 hours ago

বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে নিবন্ধিকৃত হতে হবে

সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…

10 hours ago