লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বিকেলে সংসদ ভবনে বিভিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক


মঙ্গলবার,০৩/১২/২০২৪
61

সংসদের শীতকালীন অধিবেশনের অচলাবস্থা কাটাতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বিকেলে সংসদ ভবনে বিভিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। শ্রী বিড়লা সমস্ত সদস্যদের অধিবেশন নির্বিঘ্নে চালাতে অনুরোধ জানান। সদস্যরা সভা পরিচালনায় অধ্যক্ষের অনুরোধে সম্মত হন বলে জানা গেছে।

কংগ্রেসের গৌরব গগৈ, তৃণমূলের কল্যাণ ব্যানার্জী, টিডিপির লাভু শ্রী কৃষ্ণ দেবরায়ালু, ডিএমকে-র টি আর বালু, এনসিপি-র সুপ্রিয়া সুলে, এসপি-র ধর্মেন্দ্র যাদব, জেডি(ইউ)-এর দিলেশ্বর কামাইত, আরজেডি-র অভয় কুশওয়াহা, শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত এবং ইউ বি টির কে. রাধাকৃষ্ণান সভায় উপস্থিত ছিলেন।

পরে সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আগামী ১৩ ও ১৪ তারিখে লোকসভায় সংবিধান ইস্যুতে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে, রাজ্যসভায় এই আলোচনা হবে ১৬ তারিখে এবং ১৭ তারিখে। তিনি বলেন, বৈঠকে উপস্থিত নেতারাও সংসদের উভয় কক্ষ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের সমর্থনের আশ্বাস দিয়েছেন। সংসদ সুষ্ঠুভাবে চলতে দেওয়ার জন্য তিনি আবারও বিরোধী দলীয় সংসদ সদস্য ও নেতাদের কাছে আবেদন জানান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট