আজ নতুন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণাদেবী ঘোষণা করেন যে, সরকার মহিলাদের অগ্রগতি এবং মহিলা নেতৃত্বাধীন উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি হল মহিলাদের সমাজের প্রতিটি স্তরে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাঁদের নেতৃত্বকে মর্যাদা দেওয়া।”
মন্ত্রী জানান, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক অল্পবয়সী মেয়েদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন মন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর মাধ্যমে মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাঁদের কর্মজীবনে সফল হওয়ার পথ প্রশস্ত করা হচ্ছে।
নমো ড্রোন দিদি ও লাখপতি দিদি: উদ্ভাবনী উদ্যোগ
সম্মেলনে অন্নপূর্ণাদেবী “নমো ড্রোন দিদি” এবং “লাখপতি দিদি” প্রকল্পের উল্লেখ করেন। এই প্রকল্পগুলি গ্রামীণ মহিলাদের প্রযুক্তি এবং উদ্ভাবনের সঙ্গে যুক্ত করে তাঁদের আয়ের উৎস প্রসারিত করতে সাহায্য করছে। এর পাশাপাশি গ্রামীণ অঞ্চলের মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেও সরকার কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, “গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন শুধু তাঁদের জীবন পরিবর্তন করছে না, বরং গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।” তিনি সরকারের তরফ থেকে মহিলাদের পাশে থাকার এবং তাঁদের উন্নয়নে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
সরকারের এই উদ্যোগগুলো সমাজে মহিলাদের অবদানকে আরও স্বীকৃতি ও শক্তি প্রদান করে। মহিলাদের উন্নয়নকে কেন্দ্র করে দেশ এগিয়ে চলেছে “সবকা সাথ, সবকা বিকাশ” এর মূলমন্ত্রে।
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…
ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…
বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…
প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…