সরকারি ধান কেনায় কারচুপির অভিযোগ: তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর


শুক্রবার,২৯/১১/২০২৪
61

মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস আজ রাজ্য বিধানসভায় অভিযোগ করেন যে, সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। বিধায়ক জানান, চাষিদের কাছ থেকে ধান কেনার সময় প্রতি কুইন্ট্যালে সরকারি নিয়মে তিন কেজি ধান বাদ দেওয়ার নিয়ম থাকলেও পাঁচ কেজি কেটে নেওয়া হচ্ছে।

এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ এলে তা আড়াল না করে যথাযথ তদন্ত করা হবে

কারচুপির অভিযোগ এবং নিয়মাবলী:

  • সরকারি নিয়ম অনুযায়ী, ধান সংগ্রহের সময় ধুলো, বালি, কাঠি প্রভৃতি বাবদ তিন কেজি ধান বাদ দেওয়া হয়।
  • অভিযোগ উঠেছে, এই ছাড়ের পরিমাণ বেআইনিভাবে পাঁচ কেজি করে নেওয়া হচ্ছে, যা চাষিদের আর্থিক ক্ষতি করছে।

পরবর্তী পদক্ষেপ:

  • বিষয়টি নিয়ে বিশদ তদন্ত হবে।
  • সংশ্লিষ্ট আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এই পদক্ষেপ চাষিদের স্বার্থ রক্ষায় সরকারের সদিচ্ছার উদাহরণ।
#RiceProcurement #FarmersRights #BengalPolitics #GovernmentAction

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট