হাওড়া-তারকেশ্বর রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ: ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা


শুক্রবার,২৯/১১/২০২৪
206

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বাহিরখণ্ডা এবং তারকেশ্বর স্টেশনের মধ্যে ৬২ নম্বর ব্রিজে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল (৩০ নভেম্বর ২০২৪, শনিবার) এবং আগামী রবিবার (১ ডিসেম্বর ২০২৪) ওই সেকশনের ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

শনিবার (৩০ নভেম্বর ২০২৪)

যে ট্রেনগুলি বাতিল থাকবে:

  1. হাওড়া থেকে তারকেশ্বর: 37349, 37351
  2. তারকেশ্বর থেকে হাওড়া: 37354

রবিবার (১ ডিসেম্বর ২০২৪)

আপ ট্রেন (হাওড়া থেকে):

  • হাওড়া-তারকেশ্বর: 37309, 37311, 37313, 37315, 37317
  • শেওড়াফুলি-তারকেশ্বর: 37411, 37415
  • হাওড়া-আরামবাগ: 37359
  • হাওড়া-গোঘাট: 37371

ডাউন ট্রেন (তারকেশ্বর থেকে):

  • তারকেশ্বর-হাওড়া: 37312, 37314, 37316, 37318, 37320, 37322
  • তারকেশ্বর-শেওড়াফুলি: 37412, 37416
  • আরামবাগ-হাওড়া: 37360
  • গোঘাট-হাওড়া: 37372

পূর্ব রেল কর্তৃপক্ষের মতে, এই রক্ষণাবেক্ষণ কাজ রুটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের বিকল্প ট্রেন সময়সূচি সম্পর্কে অবগত থাকার এবং যাত্রা পরিকল্পনার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট