ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আজ শেষ দিন


বৃহস্পতিবার,২৮/১১/২০২৪
56

ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আজ শেষ দিন। বর্ণাঢ্য এক অনুষ্টানের মাধ্যমে , আজ সন্ধ্যায় এই উৎসব শেষ হবে।যুবসম্প্রদায় ও চলচ্চিত্র : সৃজনশীল ভবিষ্যতের জন্য উচ্চাকাঙ্ক্ষীদের ক্ষমতায়ন শীর্ষক একটি আলোচনায় চলচ্চিত্র নির্মাতা রমেশ সিপ্পি আজ বক্তব্য রাখবেন। এর পর সিপ্পি মোহিত সোনির সঙ্গে প্যাশন ফর পারফেকশন: রমেশ সিপ্পিজ ফিলোজফি বিষয়ে আলাপচারিতা করবেন।

আজ ভারতীয় চলচ্চিত্রের সেরা নবাগত পরিচালক হিসেবে মনোনীত মনোহারা কে-র মিক্কাবান্নাদা হাক্কি প্রদর্শিত হবে। এর পর উৎসবের শেষ সিনেমা ড্রাই সিজন, দুটি প্রেক্ষাগৃহে দেখানো হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট