দিল্লীর জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে। গতাকল রাত ১০ টায় এই গুণমান সূচক পৌঁছয় ৪৯৪-এ, যা অতি খারাপ মান পেরিয়ে গেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, দিল্লী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা, দ্বারকা সেক্টর এইট, ওয়াজিরপুর এবং বিবেকবিহারে এই সূচক ৫০০-এ পৌঁছে যায়। জাতীয় রাজধানী অঞ্চলের দূষণের মাত্রা ক্রমশ বাড়তে থাকার প্রেক্ষিতে দিল্লীর উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সরকারকে দপ্তরগুলিতে সময়সীমার কড়াকড়ির নির্দেশ জারি করতে বলেছে। দিল্লীর সরকারি দপ্তর এবং পুরসভাগুলিতে এটি কার্যকর হবে। দিল্লী পুরসভার অফিসগুলি সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এবং সরকারি দপ্তরে সকাল ১০ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত কাজ হবে। এই নির্দেশ আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বলবত্ থাকবে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী আতিসি জানিয়েছেন, আজ থেকে দশম-দ্বাদশ সহ স্কুলের সমস্ত ক্লাস অনলাইনে নেওয়া হবে। দিল্লী বিশ্বিদ্যালয়ও আগামী শনিবার পর্যন্ত অনলাইন ক্লাস নেবে।