কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় পুলিশ বিজ্ঞান কংগ্রেসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দুদিনব্যাপী এই সম্মেলনে নতুন ফৌজদারি আইনে ফরেনসিক এবং প্রযুক্তির ব্যবহার, ফৌজদারি বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, দুর্যোগের ঝুঁকি হ্রাসে পুলিশের ভূমিকা এবং ব্লকচেইন প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ বাহিনীর ২৫০ জন সদস্য, ফরেনসিক বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে পুলিশ বিজ্ঞান প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। গান্ধীনগরের ডান্ডি কুটিরে গান্ধীনগর ডাকটিকিট প্রদর্শনী ফিলা ভিস্তারও উদ্বোধন করবেন শ্রী শাহ। বিকেলে হিম্মতনগরের সবর ডেয়ারিতে ৮০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন পশুখাদ্য উৎপাদন কেন্দ্রেরও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে
মঙ্গলবার,১৯/১১/২০২৪
92