হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়


সোমবার,১৮/১১/২০২৪
149

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আগামীকাল থেকে হাওড়া ময়দান এবং ধর্মতলার (এসপ্ল্যানেড) মধ্যে আরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো সূত্রে জানা গেছে, আজ থেকেই সপ্তাহে ছয়দিন এই করিডরে আপ ও ডাউন লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে এখন থেকে দিনে ৮২টি ট্রেন চলবে। অন্যদিকে, হাওড়া ময়দান এবং মহাকরণ স্টেশনের মধ্যে চলবে ৬৮টি ট্রেন।

এতদিন হাওড়া-ধর্মতলা রুটে প্রতি ২৪ মিনিট অন্তর ট্রেন চলাচল করত। এখন সেই সময় কমিয়ে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। এর ফলে যাত্রীদের অপেক্ষার সময় অনেকটাই কমবে, এবং অফিস টাইমে অতিরিক্ত ভিড়ের সমস্যা কিছুটা হলেও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এই নতুন সিদ্ধান্ত যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে অনেকটাই স্বস্তি দেবে। বিশেষত, যেসব কর্মজীবী মানুষ প্রতিদিন হাওড়া থেকে ধর্মতলা বা মহাকরণ যাতায়াত করেন, তাদের সময় ও ভ্রমণের আরাম বাড়বে।

মেট্রো রেল কর্তৃপক্ষের এই উদ্যোগ যাত্রী পরিষেবা উন্নত করতে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন অনেকেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট