রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে


শুক্রবার,১৫/১১/২০২৪
172

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ) এর স্বাস্থ্য পরীক্ষা চালানো হবে। এই কারণে, হাওড়া ব্রিজ শনিবার রাত ১১.৩০ থেকে রবিবার (১৭ নভেম্বর ২০২৪) সকাল ০৪.৩০ পর্যন্ত ৫ ঘণ্টার জন্য সমস্ত ধরণের যানবাহনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সেতুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার সময় যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।

বিকল্প রুটসমূহ:

  1. হাওড়া থেকে কলকাতা:
    হাওড়ার দিক থেকে কলকাতায় যাওয়ার যানবাহনগুলো বিদ্যাসাগর সেতুর দিকে (২য় হুগলি সেতু) ডাইভার্ট করা হবে। এর জন্য আর.বি সেতু-বার্ন স্ট্যান্ডার্ড মোড়-ফোরশোর রোড-কাজিপাড়া রুট ব্যবহার করা যাবে।
  2. দক্ষিণ এবং পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতা:
    দক্ষিণ হাওড়া এবং পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতা যেতে ইচ্ছুক যানবাহনগুলো HIT ব্রিজ-গোলাবাড়ি থানা ক্রসিং-জিটি রোড বা ডবসন রোড-জিটি রোড বা সিএম ব্রিজ-জিটি রোড হয়ে নিবেদিতা সেতু/বালি ব্রিজ ব্যবহার করতে পারবে।

সাধারণ মানুষ ও যানবাহন চালকদের এই সময় বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে। জরুরি পরিস্থিতি এড়ানোর জন্য এই ৫ ঘণ্টার মধ্যে সেতু ব্যবহার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই উদ্যোগ সেতুটির স্থায়িত্ব এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে অসুবিধার জন্য আগাম ক্ষমা প্রার্থনা করেছেন।

সকল যানবাহন চালকদের সতর্ক এবং সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট