রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু, চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত


মঙ্গলবার,১২/১১/২০২৪
197

কলকাতা, ১১ নভেম্বর ২০২৪: আজ থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ই ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস ধরে শনি ও রবিবারে বিশেষ প্রচার চালানো হবে, যাতে ভোটাররা সহজে সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে।

সংশোধন কাজের আগে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্ব দেন। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৫ই জানুয়ারি ২০২৫-এ প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন এই সংশোধিত তালিকা থেকে মৃত ভোটারদের নাম সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য বিশেষ নির্দেশ জারি করেছে, এবং একই ভোটারের নাম যাতে একাধিক তালিকায় না থাকে, সেদিকেও সতর্ক নজর রাখার কথা বলেছে। এছাড়া ২০২৫ সালের পয়লা জানুয়ারি যাদের বয়স ১৮ হবে, তারাও এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, যা তরুণ ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

এই উদ্যোগটি স্বচ্ছ ও অবাধ ভোটদানের প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট