সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গী নিহত, আরও কয়েকজন আটকে


রবিবার,১০/১১/২০২৪
73

জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে গতকাল সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, এখনও দু-তিনজন জঙ্গী ওই এলাকায় আটকে রয়েছে। সোপোরের রামপোরা অঞ্চলে এই সংঘর্ষ শুরু হয়, যেখানে সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী একসঙ্গে অভিযান চালায়।

সন্ধ্যার সময় এই অভিযান শুরু হলে, জঙ্গীরা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে। জবাবে, নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়, যার ফলে এক জঙ্গী নিহত হয়। সংঘর্ষের পর থেকে এলাকাটিতে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যৌথ বাহিনী নিরলস চেষ্টা চালাচ্ছে।

নিরাপত্তা বাহিনী এলাকাটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং আটকে থাকা জঙ্গীদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট