“পাকিস্তানের জাতীয় পতাকার রং ? ” – বাংলাদেশের মেট্রোরেলের নতুন স্মার্টকার্ড ? জনমনে প্রশ্নের ঝড়

সম্প্রতি ঢাকার মেট্রোরেলের নতুন স্মার্টকার্ড থেকে শহিদ মিনার, স্মৃতিসৌধ, সংসদভবন এবং শাপলা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। পুরনো স্মার্টকার্ডগুলিতে দেশের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে এই প্রতীকগুলো ব্যবহার করা হতো, যা দেশের ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে মানুষের মননে গভীরভাবে জায়গা করে নিয়েছিল। তবে নতুন কার্ডে এই ঐতিহাসিক প্রতীকগুলোর পরিবর্তে জলপাই সবুজ রঙের একটি ডিজাইন যুক্ত করা হয়েছে, যা অনেকের মতে পাকিস্তানি সেনাবাহিনীর পতাকার রংয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।

নতুন কার্ড ও পুরোনো সংকট
কয়েকদিন আগেই খবর প্রকাশিত হয় যে মেট্রোরেলের কয়েক হাজার কার্ড রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। এই খবরকে অনেকেই একটি পরিকল্পিত কৌশল হিসেবে দেখছেন, যার মাধ্যমে কার্ড সংকট সৃষ্টি করে নতুন ভেন্ডরের মাধ্যমে কার্ড পুনরায় ছাপানোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে নতুন কার্ডের ডিজাইনে অনেকেই ত্রুটি দেখছেন এবং এতে অসন্তোষ প্রকাশ করছেন।

ঐতিহ্যের অবমাননা ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া
শহিদ মিনার ও স্মৃতিসৌধের মতো ঐতিহাসিক প্রতীকগুলো সরিয়ে দেওয়ার ঘটনা জনগণের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। এগুলো জাতির স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক, যা বাংলাদেশি মানুষের মনে বিশেষ স্থান দখল করে আছে। নতুন কার্ডে ঐতিহাসিক প্রতীকগুলোর পরিবর্তে এ ধরনের জলপাই সবুজ রং ব্যবহারকে অনেকেই দেশের ঐতিহ্য ও চেতনার ওপর আঘাত হিসেবে দেখছেন।

পরিস্কারতার অভাব ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত
জনসাধারণের অনেকেই মনে করছেন যে এই ঘটনা কার্ডের সংকটকে কৃত্রিমভাবে সৃষ্টি করার মাধ্যমে নতুনভাবে কার্ড প্রিন্টিং চুক্তি প্রদান ও আর্থিক সুবিধা অর্জনের জন্যই ঘটানো হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান না করায় মানুষের মাঝে সন্দেহের মাত্রা বাড়ছে।

মেট্রোরেলের স্মার্টকার্ডের নতুন এই ডিজাইন ও প্রতীক অপসারণ নিয়ে মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়। তবে জনমনে এই ধরনের বিরূপ প্রতিক্রিয়ার কারণে মেট্রো কর্তৃপক্ষের প্রতি আস্থা ক্ষুণ্ন হতে পারে। জনগণের চাহিদা ও জাতীয় চেতনার সঙ্গে সংহতি রেখে ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণই এই সংকট নিরসনের পথ খুলে দিতে পারে।

admin

Share
Published by
admin

Recent Posts

২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে

মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…

21 hours ago

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তা

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…

21 hours ago

কলকাতায় এসআইপি অ্যাবাকাস ইন্টারন্যাশনাল প্রডিজি ২০২৪: বিশ্বব্যাপী প্রতিযোগীদের গাণিতিক দক্ষতার অসাধারণ প্রদর্শন

কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…

2 days ago

নতুন দিল্লীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে নবনিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না’কে স্বাগত

নতুন দিল্লী, ১১ নভেম্বর ২০২৪: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নবনিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না’কে স্বাগত জানাতে…

2 days ago

রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল, শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

কলকাতা, ১১ নভেম্বর ২০২৪: রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার জন্য…

2 days ago

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু, চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত

কলকাতা, ১১ নভেম্বর ২০২৪: আজ থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, যা চলবে…

2 days ago