আজ উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন


শুক্রবার,০৮/১১/২০২৪
108

চারদিনব্যাপী ছট পুজোর চতুর্থ দিনে আজ উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করা হচ্ছে। ভোরের আলো ফোটার আগেই পুন্যারথিরা পূজা উপাচার এবং ফলমূল সহ নদীর ঘাটে স্নান ও প্রার্থনার উদ্দেশ্যে সমবেত হয়েছেন।এই উপাসনার পর শেষ হবে চারদিনের ব্রত। ভাঙবে ৩৬ ঘন্টার উপবাস।

বিহারে এই ঊষাকালীন অর্ঘ প্রদানের জন্যে লক্ষ লক্ষ পুন্যারথি সমবেত হয়েছেন গঙ্গা, গণ্ডক, কোশী, মহানন্দা, বাগ মতি ও অন্যান্য নদীর ঘাটে। সূর্য উপাসনার পর হবে পারান, সেখানে ভক্তরা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন।

গতকাল তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট