বাংলাদেশে ৩০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল: সিপিজের উদ্বেগ


বৃহস্পতিবার,০৭/১১/২০২৪
210

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে ৩০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এর আগে, গত মাসেও ২০ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছিল, যা নিয়ে সাংবাদিক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সাংবাদিক অধিকার রক্ষায় কাজ করা সিপিজের এশিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে যে, আওয়ামী লীগ দলের সমর্থক বলে ধারণার ভিত্তিতে এই সাংবাদিকদের নিশানা করা হয়েছে। সিপিজের মতে, এই পদক্ষেপের মাধ্যমে দেশের গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং এটি সাংবাদিকদের কাজের স্বাধীনতায় বাধা সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই ধরণের পদক্ষেপ অব্যাহত থাকলে বাংলাদেশের গণমাধ্যমের ওপর সেন্সরশিপের মাত্রা বাড়তে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকতার ভূমিকা দুর্বল হয়ে পড়তে পারে। সিপিজে মনে করে যে, এটি সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশে সাংবাদিকদের ওপর এমন চাপ সৃষ্টির ফলে সাংবাদিক সমাজে আতঙ্ক এবং চাপের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যে, এই ধরণের পদক্ষেপ সাংবাদিকতার উপর ভয়াবহ প্রভাব ফেলবে এবং দীর্ঘমেয়াদে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করতে পারে।

সিপিজে বাংলাদেশ সরকারের কাছে এ ধরণের পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বাধীনতা সুরক্ষার জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট