সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে একতা এ রাজ্যের প্রধান শক্তি এবং তাকে যেকোনো মূল্যে অক্ষুন্ন রাখা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার দইঘাটে আজ বিকেলে ছট পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ’রাজ্যের মানুষ সব উৎসবকে নিজেদের বলে মনে করেন। তাই অন্য অনুষ্ঠানের মত ছট পুজোতেও দুদিন ছুটি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, কেউ কেউ ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে। তা প্রাণের বিনিময়ে হলেও প্রতিরোধ করা হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মানুষকেও কোন উস্কানিতে পা না দেওয়ার তিনি আবেদন জানিয়েছেন।
সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে একতা এ রাজ্যের প্রধান শক্তি : মমতা
বৃহস্পতিবার,০৭/১১/২০২৪
102