মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৪: প্রচারের তুঙ্গে ট্রাম্প ও হ্যারিস


রবিবার,০৩/১১/২০২৪
97

মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে প্রচারপর্ব ক্রমেই জমে উঠছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস নর্থ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় একাধিক নির্বাচনী সভা করেছেন। উভয় প্রার্থীই তাদের নিজ নিজ দলকে এগিয়ে নিতে বিশেষভাবে প্রতিযোগিতামূলক এই অঙ্গরাজ্যগুলোতে প্রচার চালাচ্ছেন।

নর্থ ক্যারোলিনায় প্রচারের উত্তেজনা

নর্থ ক্যারোলিনা ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হলেও ডেমোক্র্যাটরা এখানে জোরদার প্রচার চালাচ্ছে। হ্যারিস এই অঙ্গরাজ্যে ভোটারদের কাছ থেকে সমর্থন আদায়ে নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার মতো ইস্যুতে। অন্যদিকে, ট্রাম্প এই রাজ্যে ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের জনপ্রিয়তাকে পুঁজি করে তার সমর্থন বৃদ্ধি করার চেষ্টা করছেন। তার বক্তব্যে স্থানীয় শিল্প, কর্মসংস্থান এবং অভিবাসন নিয়ে জোরালো মতামত তুলে ধরা হচ্ছে।

আগাম ভোটদানের হার বৃদ্ধি

নির্বাচনের আগে ভোটদানে আগ্রহ দেখা যাচ্ছে। প্রায় ৭ কোটি ভোটদাতা ইতিমধ্যেই মেইলের মাধ্যমে অথবা ভোটিং সাইটে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। যদিও এই সংখ্যা ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনের তুলনায় বেশি, তবে ২০২০ সালের আগাম ভোটের তুলনায় প্রায় ৩ কোটি কম।

নির্ধারণী রাজ্যগুলি: সিদ্ধান্তমূলক ভূমিকা

এবারের নির্বাচনে নেভাডা, এরিজোনা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, উইসকনসিন, মিচিগান, এবং পেনসিলভেনিয়া নির্ধারণী রাজ্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রাজ্যগুলোতে ভোটের সামান্য হেরফেরও নির্বাচনের চূড়ান্ত ফলাফল পরিবর্তন করতে পারে। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি ম্যাজিক সংখ্যায় পৌঁছানোর জন্য উভয় প্রার্থীকেই এই নির্ধারণী রাজ্যগুলোর মধ্যে কমপক্ষে তিনটিতে জয়লাভ করতে হবে।

উচ্চ পর্যায়ের প্রচার ও অনিশ্চিত ফলাফল

প্রচারের শেষ পর্যায়ে এসে ট্রাম্প ও হ্যারিস উভয়েই তাদের নির্বাচনী প্রচারণায় গতি বাড়িয়েছেন। যেহেতু অনেক রাজ্যে ফলাফল এখনো অনিশ্চিত, তাই এই প্রচারপর্বের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্বাচন শুধু মার্কিন জনগণের ভবিষ্যৎ নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট