বাংলাদেশে শীতের আগমনের জন্য অপেক্ষা করে আছেন অনেকেই। তবে সাম্প্রতিক উপগ্রহ চিত্র বিশ্লেষণ অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে হালকা মেঘের আস্তরণ দেখা যাচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ এখনই সম্ভব হচ্ছে না। হালকা মেঘের এই উপস্থিতি দিনের বেলা সূর্যের তাপকে আটকে রেখে উষ্ণতা বজায় রাখতে সাহায্য করছে, যার ফলে এখনো শীতের প্রভাব অনুভূত হচ্ছে না।
মেঘের কারণে শীতের বিলম্ব
দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রতিদিনই হালকা মেঘের দেখা মিলছে, যা তাপমাত্রাকে অপেক্ষাকৃত স্থিতিশীল রাখছে। মেঘের কারণে রাতের বেলা তাপমাত্রা তেমন একটা কমছে না এবং দিনের বেলাতেও রোদে উষ্ণতা বজায় থাকছে। এমন আবহাওয়ার ফলে সাধারণত শীতের প্রকোপ কম অনুভূত হয়। আবহাওয়া অফিস জানাচ্ছে, এই মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিছুদিন অব্যাহত থাকতে পারে।
উত্তরবঙ্গে শীতের আভাস
তবে দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই শীতের অনুভূতি শুরু হয়েছে। সেখানে রাতের বেলা তাপমাত্রা ধীরে ধীরে কমছে এবং সকালের দিকে কুয়াশার পরিমাণও বাড়ছে। কিন্তু দক্ষিণবঙ্গে মেঘের জন্য শীত এখনো পুরোপুরি প্রবেশ করতে পারছে না। তবে মেঘ কমতে থাকলে এবং উত্তর থেকে হিমেল বাতাস প্রবাহিত হলে দক্ষিণবঙ্গেও শীতের হাওয়া বইতে শুরু করবে।
কবে শীত আসতে পারে?
আবহাওয়া বিশ্লেষকদের মতে, নভেম্বরের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গেও শীতের প্রবেশ শুরু হতে পারে। তবে এর জন্য প্রয়োজন মেঘমুক্ত আকাশ ও উত্তর থেকে প্রবাহিত হওয়া শীতল বাতাস। তাই, দক্ষিণবঙ্গের মানুষদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে শীতের প্রকৃত স্পর্শ পেতে।
তবে শীতের পুরোপুরি আগমনের আগে প্রস্তুতি নেয়া ভালো, কারণ শীতকালে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই শীতের অপেক্ষায় থাকা দক্ষিণবঙ্গবাসীকে এখনই নিজেদের প্রস্তুত করতে আহ্বান জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
বাবা-মা'র স্বপ্ন, স্বজনের রত্ন,স্বর্গীয় অনন্য উপহার!ভাইয়ের আদরের বোনের স্নেহেরপ্রমি সবার অহংকার! ক'দিন আগের ফুটফুটে শিশুআজ…
প্রতিদিনের ব্যস্ত জীবনে শহরজুড়ে যে শব্দটা প্রায়ই আমাদের কানে বাজে, তা হলো “দুর্ঘটনা”। চারপাশে যখনই…
বাচ্চাদের ডাব খাওয়া: স্বাস্থ্য ও সতেজতার প্রাকৃতিক উপায় বাংলার গ্রীষ্ম মানেই রোদের তেজ, ঘাম আর…
২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…
পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…
আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…