গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে পুজো দেখতে বাইরে বেরিয়েছিলেন বেহালা থানার জ্যোতিষ রায় রোডের এক বাড়ির বাসিন্দারা। কিন্তু তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অজানা চোর ওই বাড়ি থেকে সোনা-রুপোর গয়না, মুদ্রা, এবং নগদ টাকা চুরি করে পালায়। চুরি যাওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৯.৭৫ লক্ষ টাকা।
এ ঘটনা প্রকাশ্যে আসে ১৪ অক্টোবর, যার পরপরই তদন্তে নামেন বেহালা থানার সাব-ইনস্পেকটর মানস ভট্টাচার্য, সাব-ইনস্পেকটর আরশাদ আলি এবং পাঞ্চজন্য সরকার। তারা আশেপাশের বহু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এবং একাধিক ‘সোর্স নেটওয়ার্ক’ ব্যবহার করে তদন্তে নেমে পড়েন।
তদন্তের জোরালো প্রচেষ্টার ফলে, ২২ অক্টোবর সন্ধ্যায় বাইপাসের ওপর অবস্থিত একটি নামী হোটেল থেকে ট্যাংরা এলাকার বাসিন্দা রহিম আলি ওরফে লালচাঁদ (২৯) গ্রেফতার হন। তদন্তে জানা যায়, রহিমের আগেও বেশ কিছু অপরাধমূলক কার্যকলাপের ইতিহাস রয়েছে এবং তার কিছু বছর হাজতবাসও ছিল। রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে, পরদিন প্রগতি ময়দান থানার অধীনস্থ একটি রেস্তোরাঁর সামনে থেকে তার সহযোগী মহঃ পারভেজ (২৩) কে গ্রেফতার করা হয়।
চোরদের বক্তব্য অনুযায়ী, চুরির আগে তারা গোটা এলাকা পরিদর্শন করেছিল এবং বাড়িটি নির্দিষ্ট করে কারণ বাড়িটি ছিল দ্বিতলে এবং সেসময় কোনো বাসিন্দা উপস্থিত ছিলেন না। পুলিশের তৎপরতায় দুজনের কাছ থেকে চুরি যাওয়া সোনা-রুপোর গয়না এবং নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই ঘটনার সাফল্যের জন্য বেহালা থানার পুলিশ বাহিনী এবং তাদের সোর্স নেটওয়ার্কের কার্যকরী ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আগামী ৪৮ ঘণ্টায় পরিবর্তন দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে…
আপনি কি অনলাইনে আপনার প্রভাবকে একটি কার্যকর আয়ের উত্সে পরিণত করতে চান? তাহলে ইন্ডিয়ামার্টের অ্যাফিলিয়েট…
ওয়্যারলেস সিসিটিভি ক্যামেরা মোবাইলে সংযুক্ত করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন: ধাপ ১: মোবাইল অ্যাপ ইনস্টল…
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF) ফাইনালে বাংলাদেশ নারী দল নেপালকে ২-১…
ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার পর পূর্ব লাদাখের দেপসাং ও ডেমচক অঞ্চল থেকে দুই…
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন আজ উদযাপিত এই দিনটি জাতীয় ঐক্য…