পুজোর সময়ে বাসিন্দাদের অনুপস্থিতির সুযোগে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা লুঠ

গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে পুজো দেখতে বাইরে বেরিয়েছিলেন বেহালা থানার জ্যোতিষ রায় রোডের এক বাড়ির বাসিন্দারা। কিন্তু তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অজানা চোর ওই বাড়ি থেকে সোনা-রুপোর গয়না, মুদ্রা, এবং নগদ টাকা চুরি করে পালায়। চুরি যাওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৯.৭৫ লক্ষ টাকা।

এ ঘটনা প্রকাশ্যে আসে ১৪ অক্টোবর, যার পরপরই তদন্তে নামেন বেহালা থানার সাব-ইনস্পেকটর মানস ভট্টাচার্য, সাব-ইনস্পেকটর আরশাদ আলি এবং পাঞ্চজন্য সরকার। তারা আশেপাশের বহু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এবং একাধিক ‘সোর্স নেটওয়ার্ক’ ব্যবহার করে তদন্তে নেমে পড়েন।

তদন্তের জোরালো প্রচেষ্টার ফলে, ২২ অক্টোবর সন্ধ্যায় বাইপাসের ওপর অবস্থিত একটি নামী হোটেল থেকে ট্যাংরা এলাকার বাসিন্দা রহিম আলি ওরফে লালচাঁদ (২৯) গ্রেফতার হন। তদন্তে জানা যায়, রহিমের আগেও বেশ কিছু অপরাধমূলক কার্যকলাপের ইতিহাস রয়েছে এবং তার কিছু বছর হাজতবাসও ছিল। রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে, পরদিন প্রগতি ময়দান থানার অধীনস্থ একটি রেস্তোরাঁর সামনে থেকে তার সহযোগী মহঃ পারভেজ (২৩) কে গ্রেফতার করা হয়।

চোরদের বক্তব্য অনুযায়ী, চুরির আগে তারা গোটা এলাকা পরিদর্শন করেছিল এবং বাড়িটি নির্দিষ্ট করে কারণ বাড়িটি ছিল দ্বিতলে এবং সেসময় কোনো বাসিন্দা উপস্থিত ছিলেন না। পুলিশের তৎপরতায় দুজনের কাছ থেকে চুরি যাওয়া সোনা-রুপোর গয়না এবং নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনার সাফল্যের জন্য বেহালা থানার পুলিশ বাহিনী এবং তাদের সোর্স নেটওয়ার্কের কার্যকরী ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

admin

Share
Published by
admin

Recent Posts

জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণদেবীর মন্দির রোপওয়ে প্রকল্প চালু করার সিদ্ধান্ত

জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণদেবীর মন্দির পর্ষদ বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম পূর্ণার্থীদের সুবিধার্থে বহু প্রতিক্ষীত রোপওয়ে প্রকল্প…

3 days ago

দিল্লীর জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান আরও খারাপ

দিল্লীর জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে। গতাকল রাত ১০ টায় এই গুণমান…

3 days ago

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় পুলিশ বিজ্ঞান কংগ্রেসের সুবর্ণজয়ন্তী…

3 days ago

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার

ছত্তিশগড়ে CBI, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তামান সিং সোনওয়ানিকে পি এস সি-র নিয়োগ…

3 days ago

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাসপেনশন স্থগিত: কলকাতা হাইকোর্টের নির্দেশ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সম্প্রতি থ্রেট কালচার নিয়ে অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড হওয়া সাতজন ছাত্রছাত্রীকে নিয়ে গুরুত্বপূর্ণ…

3 days ago

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

4 days ago