ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা


বৃহস্পতিবার,৩১/১০/২০২৪
5

ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার পর পূর্ব লাদাখের দেপসাং ও ডেমচক অঞ্চল থেকে দুই দেশের সেনা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সাড়ে চার বছরের অচলাবস্থার নিরসন হল। শীঘ্রই সীমান্তে দু’পক্ষের টহলদারি পুনরায় শুরু হবে। টহলদারির পদ্ধতি নিয়ে কমান্ডার স্তরে আলোচনাও অব্যাহত থাকবে বলে খবর। .

সম্প্রতি পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি ব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছয় ভারত ও চিন। স্থির হয় আগের মতোই দু’দেশের সেনা টহল দেবে সীমান্তে। কিন্তু ‘টহলদারি সীমানা’ নিয়ে যাতে কোনও ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেদিকে নজর রাখা হবে।

এরপর গত ২২শে অক্টোবর থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়। ভেঙে ফেলা হয়েছে সমস্ত অস্থায়ী সেনা ছাউনি ও পরিকাঠামো। চুক্তি অনুযায়ী, স্পর্শকাতর এলাকায় টহল দেওয়ার আগে দুই দেশই একে অপরের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে।

আজ দীপাবলি উপলক্ষে মিষ্টি বিনিময় করবে দু’পক্ষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট