সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন আজ উদযাপিত


বৃহস্পতিবার,৩১/১০/২০২৪
93

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন আজ উদযাপিত এই দিনটি জাতীয় ঐক্য দিবস বা জাতীয় একতা দিবস হিসেবে পালিত হয়। জাতীয়তাবাদী নেতা বল্লভ ভাই প্যাটেল জাতীয় সংহতিতে গুরত্বপুর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের লৌহ মানব হিসেবে তাকে আখ্যা দেওয়া হয়েছিল।

ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে কংগ্রেস আজ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা। ময়দানে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানেও তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। উল্লেখ্য ১৯৮৪ সালের আজকের দিনে ইন্দিরা গান্ধী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট