১৫ বছরের বেশি পুরনো গাড়ি বাতিলের সময়সীমা বাড়াতে হাইকোর্টে যাবে বাস মালিক সংগঠন


বুধবার,৩০/১০/২০২৪
33

কলকাতা, অক্টোবর ৩০, ২০২৪: ১৫ বছরের বেশি পুরনো গাড়ি বাতিলের নিয়ম শিথিল করে তা ২০ বছর করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সিটি সাবারবান বাস সার্ভিসেস নামের বাস মালিকদের সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, তারা ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন এবং খুব শীঘ্রই আদালতে মামলা দায়ের করবেন।

দূরবর্তী জেলায় পুরনো বাস বিক্রির অনুমোদনের আবেদন

বাতিলের নির্দেশে যে বাসগুলির উপর প্রভাব পড়বে, সেগুলি বৃহত্তর কলকাতার পরিবর্তে দূরবর্তী জেলায় বিক্রির জন্য সরকারের কাছে অনুমোদন চাইবেন বাস মালিকেরা। টিটু সাহা জানান, সংগঠনের অভ্যন্তরীণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পুরনো বাসগুলিকে একেবারে বাতিল না করে অন্য অঞ্চলে পুনরায় ব্যবহারের সুযোগ থাকে।

পুলিশি হয়রানির অভিযোগে কমিশনারের কাছে অভিযোগ

বাস মালিকেরা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন এবং এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চান। বাস মালিকদের দাবি, পুলিশ বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সমস্যার সমাধান হয়নি। কমিশনারের সঙ্গে দেখা করে হয়রানিমূলক পরিস্থিতি থেকে সুরক্ষা পেতে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট