কলকাতা, অক্টোবর ৩০, ২০২৪: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসা লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওপর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, সন্দীপ ঘোষের বক্তব্য শুনতে হবে এবং তা পর্যালোচনা করার পরই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
জেলবন্দী অবস্থায় সন্দীপ ঘোষের পক্ষ থেকে বক্তব্য পেশ করবেন তাঁর স্ত্রী
এই মুহূর্তে সন্দীপ ঘোষ জেলবন্দী রয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে, তাঁর বক্তব্য তুলে ধরার জন্য স্ত্রীকে অনুমতি দেওয়া হবে। হাইকোর্টে বিচারক জানিয়েছেন, আইনের নিয়মাবলীর মধ্যে থেকে সন্দীপ ঘোষের বক্তব্য শোনার সুযোগ থাকা উচিত।
মেডিক্যাল লাইসেন্স বাতিলের আগে ন্যায় বিচার নিশ্চিতকরণের তাগিদ
বিচারক বলেন, কোনো ব্যক্তির লাইসেন্স বাতিল করার আগে তাঁর বক্তব্য শোনার অধিকার রয়েছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে, সন্দীপ ঘোষের স্ত্রীকে তাঁর বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে এবং পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করা হবে।