কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সূচনা: ‘Run for Unity’ একতা দৌড়


মঙ্গলবার,২৯/১০/২০২৪
126

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ‘Run for Unity’ বা একতা দৌড়ের সূচনা করেছেন। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে দৌড় শুরুর সঙ্কেত দিয়ে তিনি বলেন, এই একতা দৌড় শুধুমাত্র ভারতকে ঐক্যবদ্ধ করে তোলার প্রয়াস নয়, বরং বিকশিত ভারতের একতার সঙ্কল্পকে বাস্তবায়নের একটি পদক্ষেপ।

শ্রী শাহ আরও উল্লেখ করেন, সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান ভারতকে একটি সংহত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বিভিন্ন রাজাদের ছোট ছোট রাজ্যকে সংযুক্ত করে একটি বৃহত্তর রাষ্ট্র গড়ার মাধ্যমে ভারতীয় ঐক্যকে শক্তিশালী করেছিলেন।

এই দৌড়ের মাধ্যমে জনগণের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোরও একটি সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে দৌড়ে অংশগ্রহণকারী অসংখ্য মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল উল্লেখযোগ্য।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট