ফিলিপিন্সে ঘূর্ণিঝড় ট্রামির তাণ্ডব: বন্যা ও ভূমিধসে মৃত ১৬, নিখোঁজ ৩৯


মঙ্গলবার,২৯/১০/২০২৪
49

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনও ৩৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে দেশের ১৭টি অঞ্চলের ৬৭ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যার জলোচ্ছ্বাসে বেশ কয়েকটি সড়ক ও সেতু ভেসে গেছে এবং বহু কাঁচা বাড়ি ধ্বংস হয়েছে। ফলে ব্যাপকভাবে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, এবং বহু মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

দুর্যোগ মোকাবিলা বিভাগের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের পাশাপাশি সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় দ্রুততার সঙ্গে খাদ্য ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট