আয়ুর্বেদ দিবস ও ধন্বন্তরি জয়ন্তীতে প্রধানমন্ত্রী মোদির উদ্যোগে ১২,৮৫০ কোটি টাকার স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন


মঙ্গলবার,২৯/১০/২০২৪
108

নতুন দিল্লি: নবম আয়ুর্বেদ দিবস ও ধন্বন্তরি জয়ন্তী উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২,৮৫০ কোটি টাকার স্বাস্থ্য সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সত্তরোর্ধ সমস্ত নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, প্রথম সর্বভারতীয় আয়ুর্বেদ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনও করবেন তিনি।

আজকের অনুষ্ঠানে ১১টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে ড্রোন প্রযুক্তির সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এই প্রযুক্তির সাহায্যে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছানো আরও সহজ হবে।

নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ প্রাঙ্গণে আজ দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত ও জনমুখী করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। আয়ুর্বেদ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এ উদ্যোগ জনগণের কাছে উন্নত সেবা পৌঁছে দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট