প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেগপূর্ণ পত্র: রানী রামপালের অবসর দেশের ক্রীড়া মহলের বড় ক্ষতি


মঙ্গলবার,২৯/১০/২০২৪
25

নতুন দিল্লি: প্রাক্তন হকি কিংবদন্তি রানী রামপালের অবসরের সিদ্ধান্তে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রানীকে একটি আবেগপূর্ণ পত্রে মোদী লিখেছেন, এই সিদ্ধান্ত দেশের হাজার হাজার ক্রীড়াপ্রেমীকে দুঃখ দিয়েছে। পত্রে তিনি বলেন, রানীর বিখ্যাত ২৮ নম্বর জার্সি তার অভূতপূর্ব দক্ষতা ও অসাধারণ গোল করার প্রতীক হয়ে উঠেছিল।

মোদী আরও উল্লেখ করেন যে, রানী রামপাল দেশের অন্যতম বিশিষ্ট খেলোয়াড় এবং তাঁর অবদান দেশের হকি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রানীর নেতৃত্ব এবং পারফরম্যান্স দীর্ঘ সময় ধরে ভারতীয় হকি দলকে উজ্জ্বল করেছে এবং পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রীর এই পত্র শুধু রানীর প্রতি শ্রদ্ধা নয়, বরং গোটা দেশের জন্য একটি বার্তা যে, খেলোয়াড়দের অবদান কখনই ভোলার নয়। রানী রামপাল ভারতীয় ক্রীড়া ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় থাকবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট