প্রবল ঝড়ের দাপট থেকে বিপদমুক্ত কলকাতা: ঘূর্ণিঝড় ডানা নিয়ে আপডেট


বৃহস্পতিবার,২৪/১০/২০২৪
3

🌀 কলকাতার জন্য স্বস্তির খবর:
ঘূর্ণিঝড় ডানা কলকাতা থেকে অনেক দূরে ল্যান্ডফল করবে বলে জানা গেছে, তাই শহরে এর প্রভাব তেমন মারাত্মক হবে না। তবে, ঝড়ের প্রভাবে কলকাতায় আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে, যার ফলে জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।

🌀 বাতাসের গতিবেগ:
যদিও প্রবল ঝড়ের সম্ভাবনা নেই, তবুও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কিছু সময়ে এর গতি ৬৫ কিলোমিটারও হতে পারে। তাই কলকাতা ও আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

🌀 আমফানের তুলনায় ডানা:
বিশেষজ্ঞদের মতে, কলকাতায় আমফান ঘূর্ণিঝড়ের মতো ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্ভাবনা ডানা ঝড়ে নেই। তবে, সামান্য বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

📢 পরামর্শ:
বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা হতে পারে, তাই অপ্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট