রসগোল্লা—এই নামটি শুনলেই মুখে জল চলে আসে, আর যদি কেশর মেশানো রসগোল্লা হয়, তাহলে তো কথাই নেই! বাঙালির মিষ্টির তালিকায় রসগোল্লা প্রথম সারিতে থাকে। আজকের রেসিপিতে আমরা শিখবো কিভাবে সহজে বাড়িতে বানাতে পারেন কেশর রসগোল্লা।
১. দুধ ফুটিয়ে ছানা তৈরি করা:
একটি ভারি তলার পাত্রে ১ লিটার দুধ ফোটাতে দিন। দুধ ফুটে উঠলে তাতে ৩ টেবিল চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে নাড়ুন, যাতে ছানা কেটে যায়। দুধ যখন পুরোপুরি কেটে যাবে, তখন ছানাটি একটি পরিষ্কার কাপড়ে ছেঁকে জল ঝরিয়ে নিন এবং কিছুক্ষণ কাপড়ে বেঁধে রেখে দিন, যাতে ছানা শুকিয়ে যায়।
২. ছানা মাখানো ও বল তৈরি:
ছানা শুকিয়ে গেলে তাতে ১ টেবিল চামচ ময়দা মিশিয়ে ভালোভাবে মেখে নিন। মসৃণ মণ্ড তৈরি হলে ছোট ছোট বল বানিয়ে একপাশে রেখে দিন।
৩. রস তৈরি:
একটি আলাদা পাত্রে ৪ কাপ জল, এলাচ এবং চিনি দিয়ে রস তৈরি করতে দিন। রসের মিষ্টতা আপনার স্বাদ অনুযায়ী ঠিক করুন। রস যখন ফুটে উঠে একটু ঘন হতে শুরু করবে, তখন ছানার বলগুলো তাতে ছেড়ে দিন।
৪. রসগোল্লা সিদ্ধ করা:
ছানার বলগুলো রসের মধ্যে দিয়ে ফুটতে দিন। বলগুলো রসে ফুলে উঠবে এবং রস পুরোপুরি শুষে নেবে। এর পর গ্যাস বন্ধ করে রসগোল্লাগুলোকে কিছুক্ষণ রেখে ঠান্ডা হতে দিন।
৫. পরিবেশন:
ঠান্ডা রসগোল্লাগুলো একটি বড় ঠান্ডা জলের বাটির মধ্যে কিছুক্ষন রেখে দিন, এতে তারা আরও মসৃণ হবে। পরিবেশন করার আগে, প্রতিটি রসগোল্লার উপর অল্প কেশর ছড়িয়ে দিন, যা একে সুন্দর এবং সুস্বাদু করবে।
টিপস:
এই রেসিপি অনুসরণ করে আপনি বাড়িতে সহজেই বানাতে পারবেন কেশর রসগোল্লা। মিষ্টির স্বাদে সকলকে চমক দিন!
তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…
জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…
কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…
জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণদেবীর মন্দির পর্ষদ বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম পূর্ণার্থীদের সুবিধার্থে বহু প্রতিক্ষীত রোপওয়ে প্রকল্প…
দিল্লীর জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে। গতাকল রাত ১০ টায় এই গুণমান…
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় পুলিশ বিজ্ঞান কংগ্রেসের সুবর্ণজয়ন্তী…