মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ৭ লক্ষ টাকা লুঠ


বৃহস্পতিবার,০৪/০৭/২০২৪
2471

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতী দলের। ঘটনা তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরাহাট ২ নম্বর ব্লকের মাইতির হাট এলাকার বাসিন্দা অশোক সাটুই (৪৭) গুলিবিদ্ধ হন।প্রতিদিনের মতো ব্যবসার তাগাদার কাজে সোমবার বিকেলে গিয়েছিল চরণের দিক। ব্যবসার টাকা আদায় করে রাতে রাতে ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। পথে রাত্রির অন্ধকারের মধ্যে তার হাত থেকে ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে ওই দুষ্কৃতী দল। সেই সময় ব্যবসায়ী বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। টাকার ব্যাগ দিতে না চাইলে পিস্তল বার করে ব্যবসায়ীর হাতে গুলি করে এক দুষ্কৃতী। ব্যবসায়ীকে গুরুতর জখম করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা। রাস্তায় অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী। স্থানীয় এক যুবক সুখদেব বৈরাগী সাইকেল নিয়ে ওই রাস্তা ধরে যাওয়ার সময় দেখতে পান ব্যবসায়ীকে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে। জামায় ও মাটিতে রক্তের দাগ। স্থানীয় মানুষকে খবর দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তারপরেই ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ পৌঁছায়।
এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সুখদেব বৈরাগী বলেন, ঘটনাটি ঘটেছে দিঘীরপাড় এলাকায়। ওই ব্যবসায়ীর অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ডহারবার মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যবসায়ীর ব্যাগে সাত লক্ষ টাকার মতো ছিল। ব্যবসায়ীকে সম্ভবত ধাওয়া করে দুষ্কৃতীরা এই লুঠ চালায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট