সায়ন্তিকা ব্যানার্জির সাথে রাজ্যপালের বিরোধ চরমে


বৃহস্পতিবার,০৪/০৭/২০২৪
2430

এক মাস একদিন হলো নতুন বিধায়ক হিসাবে তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক। সায়ন্তিকা ব্যানার্জি ও রিয়াদ হোসেন সরকার বিধানসভার চত্বরে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান করছেন।
এক মাস একদিন হয়ে গেলেও রাজ্যের রাজ্যপালের অনমনীয় মনোভাবের কারণে তাদেরকে এখনো পর্যন্ত শপথপক্ষ পাঠ করানো হলো না। রাজ্যপালের বক্তব্য শপথ বাক্য পাঠ করার জন্য রাজভবনে যেতে হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে রাজভবনে বিগত দিনের ঘটনার জেরে সেফ জোন নয়। তাই একদিকে সরকার পক্ষ অন্যদিকে রাজভবনের দড়ি টানাটানির মধ্যে পড়ে অনিশ্চিত সময়কাল ধরে কিভাবে এই দুই বিধায়ক শপথ গ্রহণ করবেন তা এখনো অনিশ্চিত হয়ে গেছে।

এদিনও এই বিষয়টি নিয়েই দুই বিধায়ক তাদের বক্তব্য জানিয়েছেন :

কলকাতার খবর

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট