“আমার সঙ্গে কি লড়বে, আগে দেবাংশুর সঙ্গে লড়ুক”- মহিষাদলের সভায় আরও যা বললেন মমতা


বুধবার,০১/০৫/২০২৪
377

তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাত্র-যুব প্রতিনিধি দেবাংশু ভট্টাচার্য। ব্রিগেডের ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তমলুকে দেবাংশুকে পাঠালাম,ওই লড়ে নেবে। এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দলের প্রার্থী দেবাংশু সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেন। মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন “আমার সঙ্গে কি লড়বে আগে দেবাংশু সঙ্গে লড়ুক। ” বিজেপির প্রার্থীকে গুরুত্বই দিতে নারাজ তৃণমূল নেত্রী। তাচ্ছিল্যের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন, তার বিরুদ্ধে লড়াইয়ে দলের কোন প্রথম সারির নেতাকে প্রয়োজন হয় না। ছাত্র যুব নেতারাই যথেষ্ট। গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর সে আক্রমণ আরও ঝাঁঝালো হয়েছে। বৃহস্পতিবার তমলুকের মহিষাদলের মাটিতে দাঁড়িয়ে পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। এক প্রকার তাচ্ছিল্যের সঙ্গে। ভরা জনসভায় মমতা বুঝিয়ে দেন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে ছাত্ররা যথেষ্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট