২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এবার মুখ খুলল এসএসসি, দাবি, তিনবার হলফনামা দেওয়া হয়েছে


বুধবার,০১/০৫/২০২৪
379

২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল ইস্যুতে তোলপাড় রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। এসএসসি দুর্নীতি মামলায় তদন্তে রয়েছে সিবিআই। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, এই মামলার তদন্তে সিবিআই করলটা কী? যারা বৈধভাবে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হয় কিভাবে। অনেকেই এই নিয়ে কাঠগড়ায় তুলেছে এসএসসিকে। আদালত চাওয়া সত্ত্বেও এসএসসি হলফনামা জমা দেয়নি বলে অভিযোগ উঠে এসেছে বিভিন্ন দিক থেকে। সেই অভিযোগের জবাব দিলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনবার হলফনামা দেওয়া হয়েছে, দাবি এসএসসি চেয়ারম্যানের। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “গত দুদিন ধরে প্রচুর মেসেজ পাচ্ছি। অনেকেই বলছেন এসএসসি কোনো তথ্য দেয়নি যোগ্য অযোগ্যদের। আমরা এফিডেভিট দিয়েছিলাম। মামলার শুনানি শুরু হয় ডিসেম্বরে। ১৩ ডিসেম্বর আমরা এফিডেভিট জমা দিই। আমরা রুল ১৭ প্রয়োগ করে একটা তালিকা দিই ৭৭৫ জনের তালিকা।” এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আদালত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার জন্য সময় দেন।আমাদের কাছে যা রিপোর্ট এসেছে সেই তথ্যের ভিত্তিতে বিতর্কিত মোট ৫৬০৪ জনের নাম সামনে আনি হলফনামা দিয়ে। তারপরেও যেভাবে এসএসসি’র দিকে আঙুল তোলা হচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেন সিদ্ধার্থবাবু। সুপ্রিম কোর্টে এর সুবিচার মিলবে বলে মনে করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট