‘বোমা ফাটাবে বলে ২৬ হাজার চাকরি খেয়ে নিল’- বিজেপিকে নিশানা মমতার


বুধবার,০১/০৫/২০২৪
368

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাতনে নির্বাচনী জনসভা থেকে এই চাকরি বাতিল ইস্যুতে সোচ্চার হলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মমতা বলেন বোমা ফাটাবে বলে ২৬,০০০ চাকরি খেয়ে নিল। ওরা একজনেরও চাকরি দিতে পারে না, চাকরি খেয়ে নিতে জানে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময় কাজ করতে গেলে ছোট কিছু ভুল হয়ে থাকে। সেই ভুল আমরা শুধরে নেব। কিন্তু ওরা বোমা ফাটালো। ভোটের আগে ২৬ হাজার পরিবারকে জলে ভাসিয়ে দিল। মমতার প্রশ্ন ২৬ হাজার শিক্ষক শিক্ষা কর্মীর চাকরি চলে যাবে? এদিনের জনসভায় মমতা আরও বলেন আমরা চাকরি দিতে চাই। কিন্তু সব ব্যাপারে ওরা আদালতে যাচ্ছে। নিয়োগের প্রক্রিয়াটাকে ওরা বন্ধ করে দিচ্ছে। চাকরি হারাদের পাশে রাজ্য সরকার আছে এদিন আরও একবার স্মরণ করিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চ্যালেঞ্জ জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট