সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে বোমা উদ্ধারের নাম করে সিবিআই নাটক মঞ্চস্থ করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনএসজি নামিয়ে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হয়েছে। এর পিছনে অসৎ উদ্দেশ্য ছিল বলে অভিযোগ রাজ্যে শাসকদলের। যখন রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন চলছে তখন এইভাবে লোক দেখানো নাটকের উদ্দেশ্য তৃণমূলকে হেয় করা। একটা ছোট ঘটনাকে জাতীয় পর্যায়ে নিয়ে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক কমিশন এই দাবি জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে তৃণমূল।
দলের ইমেজ নষ্টের চেষ্টা, সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের
বুধবার,০১/০৫/২০২৪
217