৪১ ডিগ্রি পার কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, কবে বৃষ্টি ?


বুধবার,০১/০৫/২০২৪
111

রবিবার শহরের তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি। আগামী সাত দিনে নেই বৃষ্টির কোন পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাসে জানালো আলিপুর আবহাওয়া দফতর। অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলায় লু পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় ৪১ ডিগ্রি পেরোলো তাপমাত্রা। শনিবার দুপুর আড়াইটে নাগাদ ৪১.১ ডিগ্রি সেলসিয়াস ছিল মহানগরীতে। ২০২৪ সালে এপ্রিলে একটানা সর্বোচ্চ তিন দিন ৪০ এর উপরে তাপমাত্রা পারদ উঠেছে কলকাতায়। এর আগে ২০১৪ সালে একটানা ৫ দিন ছিল এই তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা।
উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। বৃষ্টি দু-এক পশলা হলেও দার্জিলিং ও কালিম্পঙ্গে ও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ। এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।
রবিবার, মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। মঙ্গল ও বুধবার এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট