চোরাগোপ্তা হিংসা হয় নির্বাচনে, ভোট লুঠ, পরিকল্পিত হিংসা, কমিশনে ‘আক্রান্ত আমরা’ : অম্বিকেশ মহাপাত্র


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
422

২০১১ সালের পরে রাজ্যে যত নির্বাচন হয়েছে সব ক্ষেত্রেই ভোটের নামে প্রহসন হয়েছে। শাসক দলের পক্ষে বলা হয়, ভোট মিটে গেলে আমরাই থাকবো। সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের ওপর বেশি নির্ভর করে। নিরপেক্ষ ভোট হয় না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ করলেন ‘আমরা আক্রান্ত’ মঞ্চের সদস্যরা। অন্যতম সদস্য অম্বিকেশ মহাপাত্র বলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভূমিকা নিরপেক্ষ থাকে না। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করে। চোরাগোপ্তা হিংসা হয় নির্বাচনে। অভিযোগ করলেন অম্বিকেশ। সোচ্চার হন ইলেকশন বন্ড নিয়েও।
কবি মন্দাক্রান্তা সেন সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। কমিশন কে নিরপেক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি। ১০০ শতাংশ বুথে ভিভি প্যাট যেন থাকে। দাবি জানালেন মন্দাক্রান্তা। বেশিরভাগ ৯০ শতাংশ ক্ষেত্রে অবাধ ভোট হচ্ছে না। বিক্ষিপ্ত জায়গায় অবাধ ভোট হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট