শুক্রবার রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এই নির্বাচনের আগের দিন জল্পনা ছড়িয়ে পড়ে কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে সেন্সর করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর এই নিয়ে ছিল জল্পনা। শুক্রবার নিজের বিধানসভা এলাকার বাইরে যেতে পারবেন না উদয়ন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট জানিয়েছেন এমন কোন নির্দেশিকা তাদের কাছে আসেনি। অর্থাৎ উদয়ন গুহকে ‘নজরবন্দি’র খবরের কোন প্রামাণ্য তথ্য নেই। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের দফতর এমন কোন সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে জানায়নি।
কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক উদয়নের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এর কাছে। ভোটের দিন যাতে তিনি বুথের বাইরে যেতে না পারেন তার জন্য কমিশন ব্যবস্থা নিক সেই দাবি জানিয়েছিলেন। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে এমন কোন সিদ্ধান্ত ভারতের নির্বাচন কমিশন গ্রহণ করেনি। শুক্রবার সকাল ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে দিনভর উদয়নকে নিয়ে চলল নানান জল্পনা।