বৃহস্পতিবার সকালে রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কড়া আক্রমণ করলেন মমতা ও অভিষেক। মমতার অভিযোগ ঘৃণার রাজনীতি করছে বিজেপি। মানুষকে বিভাজন করার চেষ্টা চালাচ্ছে। সবাই এককাট্টা থাকলে এই বিভাজনের রাজনীতি রুখে দেওয়া যাবে। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সুর চড়ান মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বলেন ভোটের মুখে দলের নেতাদের বেছে বেছে ফোন করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো হচ্ছে। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে নির্বাচনী প্রচার থেকে নেতাদের দূরে রাখার রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতই গ্রেফতার করুন দমাতে পারবেন না। একটা আলাদা জেল তৈরি করতে হবে বিরোধীদের প্রতিহত করতে। অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়।”
এদিন এজেন্সি নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ইডি-সিবিআই এর ভয় দেখাচ্ছে। সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। মমতা বলেন, তাঁর থেকে ভালো একটা আলাদা জেল তৈরি করো। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, যত পারেন জুমলাবাজি করে নিন। আমি এজেন্সির ভয় পাই না। আমি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে। রেড রোডে মন্তব্য মমতার। সি এ ও এন আর সি নিয়েও সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সিএএ, এনআরসির বিরোধিতা করবো। বলেন বাংলার মুখ্যমন্ত্রী।
ভোটের মুখে বেছে বেছে নেতাদের ফোন করা হচ্ছে, ইডি-সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে
বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
329