প্রথম দফার নির্বাচন আগামী ১৯ এপ্রিল। ওইদিন রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা আসনে নির্বাচন। এই তিন কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এই তিন কেন্দ্রের প্রত্যেকটি বুথেই থাকছে বজ্র আঁটুনি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মোড়া থাকবে। সেই সঙ্গে থাকবে রাজ্য পুলিশ, সশস্ত্র বাহিনী এবং লাঠিধারী পুলিশও। এক প্রকার নিরাপত্তার এমন বেষ্টনী থাকবে যেখানে মশা পর্যন্ত গলতে পারবে না। এই তিন কেন্দ্রের ভোট গ্রহণের দিনের বিস্তারিত তথ্য: সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটগ্রহণ।
আলিপুরদুয়ার: মোট বুথ ১৩০০
ভোটগ্রহণ কেন্দ্র ১০৭৭
কেন্দ্রীয় বাহিনী ৬৩ কোম্পানি
রাজ্য পুলিশ ২৪৫৪
সশস্ত্র পুলিশ ৬৬০
লাঠিধারী পুলিশ ১৫৯২
ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ২২ জন
এসআই/এএসআই ৩০৩
লোকসভা কেন্দ্র কোচবিহার: মোট বুথ ২৫৩৭
ভোটগ্রহণ কেন্দ্র ১৮৯৮
কেন্দ্রীয় বাহিনী ১১২ কোম্পানি
রাজ্য পুলিশ ৪৫২০
সশস্ত্র পুলিশ ১১১৬
লাঠিধারী পুলিশ ৩০৩৫
ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ৪০
এসআই /এএসআই ৫১৯
লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি: মোট বুথ ১৬০৮
ভোটগ্রহণ কেন্দ্র ১২৬৫
কেন্দ্রীয় বাহিনী ৭৫ কোম্পানি
রাজ্য পুলিশ ৩০৭৭
সশস্ত্র পুলিশ ৮৭২
লাঠিধারী পুলিশ ১৯৫৪
ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ২৭
এসআই/ এএসআই ৩৯৮
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন
মোট বুথ ৩৬৯
ভোটগ্রহণ কেন্দ্র ১৬২
কেন্দ্রীয় বাহিনী ১৩ কোম্পানি
রাজ্য পুলিশ ৮২৪
সশস্ত্র পুলিশ ২২৪
লাঠিধারী পুলিশ ৫০১
ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ১০
এসআই/এএসআই ১০৭
প্রত্যেকটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। ওয়েব ক্যাস্টিং হবে প্রত্যেকটা বুথ থেকে। ভোট গ্রহণ কেমন চলছে তা দফতরে বসে লাইভ দেখতে পারবেন কমিশনের শীর্ষ আধিকারিকরা।
বুথে বুথে নিরাপত্তায় গলতে পারবে না মশাও, কমিশন যা জানাল
বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
341