বাংলার ঐতিহ্যবাহী চড়ক মেলা চৈত্রের সংক্রান্তিতে এই মেলা


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
162

বাংলার ঐতিহ্যবাহী চড়ক মেলা চৈত্রের সংক্রান্তিতে এই মেলা হয়। পুরানো কলকাতা তখন এই চড়ক মালা শুরু হয়েছিল বাগবাজারে। এবং তারপরে স্থানান্তরিত হয় কোম্পানিবাগানে বিটন স্ট্রিট অঞ্চলের সন্নিকটে বর্তমানে এই মেলা ছাতুবাবুর বাজারে হয়ে চলেছে আনুমানিক ২৪০ বছরের এই মেলা, হরেক রকমের পসরা নিয়ে মেলা বসে প্রচুর মানুষের সমাগম হয়নি কলকাতার বিভিন্ন দিকের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও এই মেলা দেখতে আসে। ইংরেজা আমলে এই মেলা দেখতে প্রচুর মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছে বলে জানান বর্তমান কর্তৃপক্ষ। চড়ক মেলা এবার বড় জন সন্ন্যাসী অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ৯ জন সমগ্র প্রক্রিয়াটা সম্পন্ন করবে গতকাল থেকে শুরু হয়েছে। আজ শেষ হবে, বিশেষ একটি গাছ জলের তলায় রাখা হয়েছে গাছটার বয়স আনুমানিক 25 বছর

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট