পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে রাজ্যের জেলায় জেলায় সফর করেছিলেন। টানা ৬০ দিন ঘরের বাইরে ছিলেন কর্মী সমর্থকদের সঙ্গে সংযোগ রক্ষার জন্য। পঞ্চায়েতে প্রার্থী বাছাই করেছিলেন দলের কর্মী সমর্থকদের মতামত নিয়ে। রাজ্য রাজনীতিতে অভিষেকের এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচী একটা মাইলফলক হয়ে রয়েছে। পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচন, নবজোয়ারের পর জনগর্জন – অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের সমর্থনে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। আর সেই ছুটে বেড়ানোর মধ্যেই উত্তরবঙ্গের সভা থেকে ঘোষণা করলেন ভোট মিটলেই ফের জনজোয়ার কর্মসূচি শুরু হবে। জুন মাসের ৪ তারিখে ভোটের ফলাফল প্রকাশ পাবে। আর জুনের শেষ দিক থেকে শুরু হবে তৃণমূলের নবজোয়ার দ্বিতীয় পার্ট। অভিষেকের ঘোষণা জলপাইগুড়ি থেকে দ্বিতীয় পর্বের জনজোয়ার কর্মসূচির যাত্রা শুরু করবেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। লোকসভা ভোট মিটে যাওয়ার পর আবার বিধানসভা ভোট সেই ২০২৬ সালে। তাহলে কেন ২০২৪ সালে ফের নবজোয়ারে নামছেন অভিষেক? অভিষেকের ঘোষণা আগের বারের মতোই বিভিন্ন এলাকায় রাখা থাকবে বক্স, দেওয়া থাকবে ফোন নম্বর। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কাকে তারা পছন্দের প্রার্থী হিসেবে চাইছেন তা জানাতে পারবেন ওই বক্সে বা ফোন নম্বরে ফোন করে। অর্থাৎ তৃণমূল লোকসভা ভোট মিটে গেলেও বিশ্রামে যেতে নারাজ, পরের ভোটের জন্য প্রস্তুতি নেওয়ার পালা শুরু করতে চাই। পাশাপাশি লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করবে তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব একপ্রকার নিশ্চিত। আসি ভাল ফলে রেস ধরে পরের বিধানসভা ভোটের জন্য ঝাঁপাতে চাইছে। অভিষেকে
লোকসভা ভোট মিটলেই ফের অভিষেকের নবজোয়ার কর্মসূচি, আবার কেন পথে নামার সিদ্ধান্ত?
বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
188