আবারো ভারতের ‘ইন্দ্রি’ হুইস্কি বিশ্ব জয় করল। বিশ্বের বিভিন্ন দেশের হুইস্কিকে পিছনে ফেলে আবারও ‘ইন্দ্রি’র জয়জয়কার। এবার সিঙ্গেল মাল্ট হুইস্কি জয় করল বিশ্বের সেরার শিরোপা। মাত্র দু বছরের মধ্যে গোটা বিশ্বে এই হুইস্কি এক নম্বর বাজার দখল করে নিয়েছে। বিশ্বের অন্যান্য হুইস্কি কে পিছনে ফেলে শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতের হরিয়ানায় তৈরি ইন্দ্রি। মাত্র দু বছরে দশ লক্ষের মাইলস্টোন পার করেছে এই হুইস্কি। ২০২৩ সালে বেস্ট ইন শো ডবল গোল্ড পুরস্কার পেয়েছিল। সেরা হুইস্কির প্রতিযোগিতায় বিশ্বের ১০০টিরও বেশি হুইস্কিকে পিছনে ফেলে এই পুরষ্কার জিতে নিয়েছে ইন্দ্রি। এবার মাত্র দু বছরে বিশ্বব্যাপী বাজার তৈরিতে এক নম্বর স্থান দখল করল। নামীদামি আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কচ, বারবন, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ সিঙ্গল মল্টকে এবারও পিছনে ফেলে দিয়েছে ভারতের তৈরি হুইস্কি। ২০২১ সালে ইন্দ্র্রির পথ চলা শুরু হয়েছিল। আর এই ক বছরে হুইস্কি জয় করে নিয়েছে শিরোপা। গত দু’বছরে এই হুইস্কি ১৪টিরও বেশি আন্তর্জাতিক প্রশংসাপত্র পেয়েছে। বিশেষত সিঙ্গল মল্ট হুইস্কির তালিকায় প্রথম সারিতে রয়েছে ইন্দ্রি। আর তাতেই আবারও বিশ্ব জয়।
বিশ্বে একনম্বরে ভারতের সিঙ্গল মাল্ট হুইস্কি, মাত্র দু বছরে বিশ্বের এক নম্বর
বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
92