আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যের, কোন কেন্দ্রে কত কোম্পানি মোতায়েন হচ্ছে ?


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
225

আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌছলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দাঁড়াবে ২৯৯ কোম্পানি। তবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে দ্বিতীয় পর্বের ভোটে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বাকি বাহিনী তৃতীয় দফার ভোট কেন্দ্রে ব্যবহার করা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রায়গঞ্জে থাকবে ৬০ কোম্পানি, ইসলামপুরে ৫১ কোম্পানি, দার্জিলিংয়ে ৫১ কোম্পানি, শিলিগুড়িতে ২১ কোম্পানি ও কালিম্পং ১৬ কোম্পানি। যে নতুন করে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে তার মধ্যে সিকিম থেকে আসবে ৯ কোম্পানি ও মেঘালয় থেকে আসবে ১৩ কোম্পানি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় দফায় সব বুথে ওয়েবকাস্টিং হবে। দু একটা বুথে ওয়েব কাস্টিং এ কোন সমস্যা হলে সেখানে থাকছে মাইক্রো অবজারভার।
তৃতীয় ফেজে যে লোকসভা কেন্দ্রগুলোতে নির্বাচন হবে সেখানেও আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন। এরমধ্যে মালদায় ৩ কোম্পানি, মুর্শিদাবাদে ৩ কোম্পানি। এছাড়াও জঙ্গিপুরে হচ্ছে২ কোম্পানি ও কৃষ্ণনগরে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট