মধ্যপ্রদেশের রাজগড়ে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। প্রতিবেশী এক বালককে উলঙ্গ করে তার পুরুষাঙ্গের ছিটিয়ে দেয়া হল লাল লঙ্কার গুড়ো। এই ঘটনায় মধ্যপ্রদেশের রাজগড় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। ঘটনায় প্রকাশ, প্রতিবেশীর এক মোরগগে আহত করেছিল ওই বালক। সেই অভিযোগ তুলে ওই বালকের উপর অকথ্য অত্যাচারের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দশ বছরের ওই বালকের গায়ে ও পুরুষাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। লঙ্কার গুড়োর জ্বালা-যন্ত্রণায় ছটফট করতে থাকে বালকটি। এতটাই যন্ত্রণায় কাতড়াতে থাকে যে ঘন্টার পর ঘন্টা সে গামলার মধ্যে জলের মধ্যে ডুবে থাকে। তবুও যন্ত্রণা না কমায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বালকটির মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন সেই দাবি জানানো হয়েছে। এলাকার বিভিন্ন সংস্থা ওই বালকটির পক্ষ নিয়ে পাশে দাঁড়িয়েছে।
প্রতিবেশীর মোরগ মারার অপরাধে ১০ বছরের বালকের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো, পুলিশে অভিযোগ দায়ের
বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
130