বুধবার সন্ধ্যে ছ’টার পর বন্ধ সমস্ত রকমের প্রচার, দিনহাটা, শীতলকুচিতে বিশেষ নজর কমিশনের


বৃহস্পতিবার,১৮/০৪/২০২৪
150

প্রথম দফায় রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। প্রত্যেকটা বুথে থাকছে ১০০শতাংশ কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে প্রত্যেকটি বুথে ওয়েব ক্যাস্টিং এর ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে প্রথম দফার নির্বাচন ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। মঙ্গলবার জরুরী ভিত্তিতে এই তিন লোকসভা কেন্দ্রের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক রয়েছেন উত্তরবঙ্গে। প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে নির্বাচন রয়েছে সেখানকার খুঁটিনাটি বিষয় নিয়ে বিশেষ তৎপর রয়েছে কমিশন। বিশেষ করে দিনহাটা এবং শীতলকুচির উপর বিশেষ নজর রাখছে কমিশন। এই শীতলকুচি বিধানসভা এলাকায় চরম অশান্তি সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান বেশ কয়েকজন। ভোট ঘোষণার আগে থেকেই দিনহাটা এলাকায় রয়েছে উত্তেজনাপূর্ণ। ভোটকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক তা চাইনা কমিশন। তাই আগে থেকেই সতর্ক থাকছে কমিশনের কর্তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে জানা গিয়েছে, টেকনিক্যাল কারণে যেসব বুথে ওয়েবকাস্টিং সম্ভব নয় সে ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং থাকবে। সে ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী কমিশন সেখানকার ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। ১৯ এপ্রিল ভোটগ্রহন সকাল ছ’টা থেকে। তার আটচল্লিশ ঘন্টা আগে সমস্ত ধরনের নির্বাচনী প্রচার বন্ধ হচ্ছে। যে এলাকায় নির্বাচন শুধুমাত্র সেই এলাকাতেই নির্বাচনী প্রচার চালাতে পারবে না রাজনৈতিক দলগুলি। জানিয়েছে কমিশন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট