বৃহস্পতিবার সকাল সকাল খবরের শিরোনামে। দক্ষিণ কলকাতায় সিপিএমের প্রচার আটকে দেওয়ার অভিযোগ। এই নিয়ে নির্বাচন কমিশনে দারস্থ হয়। কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ জানান সিপিএম নেতারা। অভিযোগে বলা হয় দলের দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচার জোর করে আটকে দিয়েছে। দলের প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর। জানা গিয়েছে পুলিশের অনুমতি ছিল না এমন রাস্তায় একপ্রকার জোর করে প্রচার চালাতে যেতে চাইছিল সিপিএম। আর সে কারণেই তাদের ওই রাস্তায় প্রচার করতে দেওয়া হয়নি। কমিশন সূত্রে খবর পুলিশের এখানে কোন বাধা দেওয়ার প্রশ্ন নেই। অনুমতি না থাকায় আটকে দেওয়া হয়। সিপিএম করা সেই অভিযোগ এক প্রকার খারিজ হয়ে গেল কমিশনে।
প্রচারে বাধা পাওয়া নিয়ে হুলস্থুল কান্ড, সিপিএমের মিছিল কেন আটকেছিল পুলিশ জানেন?
শুক্রবার,২৯/০৩/২০২৪
717