তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি বিতর্কিত বক্তব্য সামনে এসেছে। ওই ভিডিওতে শোনা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে! এই নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক দাবি তৃণমূলের। সামাজিক মাধ্যমে তৃণমূলের তরফে বলা হয়েছে ‘মহামান্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমাদের দাবি, যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক! ‘ তৃণমূলের তরফে আরো বলা হয়েছে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত! ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন। তৃণমূলের বক্তব্য, যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন! মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু ভেবে দেখুন আপনার পরিবারে কাদের সামিল করেছেন আপনিআপনি! এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী শশী পাঁজা। কড়া পদক্ষেপ গ্রহণ করুক কমিশন দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে।
মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?
শুক্রবার,২৯/০৩/২০২৪
710