প্রথম দফা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন


শুক্রবার,২৯/০৩/২০২৪
711

প্রথম দফা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার শুরু হল দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন জমা প্রক্রিয়া। দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭ লক্ষ ৬৩ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৮৩ হাজার ২০৬ জন ও মহিলা ভোটার ৮ লক্ষ ৮০ হাজার ১৯৭ জন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭ লক্ষ ৮৯ হাজার ১০৭ জন। এরমধ্যে পুরুষ ফোটার ৯ লক্ষ ২৪ হাজার ১৬৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৪ হাজার ৮৫৩ জন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ ৬০ হাজার ৭৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ৯৭ হাজার ৫৬৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৬৩ হাজার ১২২ জন। এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণার পর থেকে গোটা রাজ্যে অভিযোগ জমা পড়েছে ৪ লক্ষ ৯৪ হাজার ৭৯৯ টি। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ,দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার জেলায়। এই জেলায় মোট অভিযোগের সংখ্যা ৩০ হাজার ৩২৪ টি। নির্বাচন শান্তিপূর্ণ করতে জেলাগুলিতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন। প্রথম দফায় নির্বাচন হবে ৩ টি লোকসভা কেন্দ্রে। কোচবিহারে মোট মনোনয়ন জমা পড়েছে ১৭টি। জলপাইগুড়িতে মোট মনোনয়ন জমা পড়েছে ১৩ টি। আলিপুরদুয়ারে মোট মনোনয়ন জমা পড়েছে ১১ টি। দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে নির্বাচন। বৃহস্পতিবার থেকে জারি হয়েছে নোটিফিকেশন। নির্বাচনের জন্য স্পেশাল জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল জেনারেল অবজারভার অলোক সিনহা।স্পেশাল পুলিশ অবজারভারও নিয়োগ রাজ্যে।স্পেশাল পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট