অরবিন্দ কেজরিওয়াল এর গ্রেফতারের প্রতিবাদে দিল্লির রাজপথে প্রতিবাদ আম আদমি পার্টির। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে দিল্লি। পুলিশের অনুমতি ছাড়াই হাজার হাজার কর্মী সমর্থক এদিন সামিল হয় বিক্ষোভ কর্মসূচিতে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে। আন্দোলন ধারাবাহিকভাবে চলবে, হুঁশিয়ারি আপের।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় উত্তাল দিল্লি। আম আদমি পার্টির নেতৃত্বে ইন্ডিয়া জোটের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই কর্মসূচির অনুমতি ছিল না পুলিশের। পুলিশের অনুমোদনকে উপেক্ষা করেই এদিন হাজার হাজার আপকর্মী সমর্থক দিল্লির রাজপথে জড়ো হন। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন আপ কর্মী সমর্থকরা। আগে থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ছিল কয়েক হাজার পুলিশের নিরাপত্তা বেষ্টনী। জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তা উপেক্ষা করেই আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছিল আপ। ১৪৪ ধারা উপেক্ষা করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করে আপ কর্মী সমর্থকরা। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি বাধে। চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ আন্দোলনকারীদের পাজাকোলা করে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে। এই আন্দোলন ঘিরে রাজধানীর রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়। আপের ঘোষণা আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। আগামী ৩১ march ‘india’ জোটের নেতৃত্বে দিল্লি রামলীলা ময়দান থেকে মহা মিছিলের ডাক দিয়েছে বিরোধীরা। উল্লেখ্য আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মানুষের জনসমর্থন হারিয়ে এজেন্সিতে ভর করে লোকসভা ভোটে জিততে মরিয়া চেষ্টা করছে বিজেপি।
প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, আপের আন্দোলন ঘিরে উত্তাল দিল্লি
মঙ্গলবার,২৬/০৩/২০২৪
697